• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কলকাতাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন নারাইন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৮:৫৭ পিএম
কলকাতাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন নারাইন 

বিদেশী খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারাইনকে ৬ কোটি টাকায় দলে রেখেছে কলকাতা। একটি শর্ট ফিল্ম দ্য কামব্যাক কিং-এ কলকাতাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন নারাইন। 

একটি শর্ট ফিল্ম দ্য কামব্যাক কিং-এ নারাইন বলেন, ‘কেকেআর ছাড়া আমার আর কোনও জায়গা নেই। কারণ, আমি এখানে আমার সমস্ত ক্রিকেট খেলেছি। আমি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব চালিয়ে যেতে চাই এটা বাড়ি থেকে দূরে, আমার দ্বিতীয় বাড়ি। তাই, আমি আশা করি এটি অব্যাহত থাকবে।’ 

সম্প্রতি বোলিং অ্যাকশন নিয়ে বেশ আলোচিত হয়েছেন ক্যারিবীয় এই বোলার। নিজের বোলিং অ্যাকশন নিয়ে নারাইন বলেন, ‘এটি কঠিন ছিল! কিন্তু দিনের শেষে ক্রিকেট আমার জন্য সহজ ছিল না। আমার যা কিছু আছে তার জন্য আমাকে কাজ করতে হয়েছে। সুতরাং, এটি ছিল অন্য একটি ধাপের। এজন্য আমাকে কঠোর পরিশ্রম করে শীর্ষে আসতে হয়েছিল।’ 

সুনীল নারাইন আইপিএলে ১৩৪টি ম্যাচ খেলেছেন এবং ২৪.৫৩ গড়ে ১৪৩টি উইকেট নিয়েছেন। এছাড়া ১৬১.৬৯ স্ট্রাইক রেটে ৯৫৪ রান করেছেন তিনি। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!